জেলা

খানাকুল সফর বাতিল করে কেন্দ্রকেই দুষলেন মুখ্যমন্ত্রী

 জলের নীচে চলে গেল অস্থায়ী হেলিপ্যাড ৷ ডিভিসির ছাড়া জলে প্লাবিত রাজ্যের তিন জেলা পরিদর্শনের কথা থাকলেও আপাতত খানাকুলের সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সড়ক পথেই আমতায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসন যে সব রকম ভাবে তাঁদের পাশে রয়েছে, সেই আশ্বাসও দেন তিনি। পাশাপাশি বন্যা বিধ্বস্ত আমতায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ‘এটা ম্যান মেড ফ্লাড। এটা বৃষ্টির বন্যা নয়। এটা জল ছাড়ার বন্যা। ৫৪ হাজার কিউসেক জল ছাড়ার হবে জানিয়ে দু’ লক্ষ কিউসেক জল ছেড়়েছে ডিভিসি। এদিন আমতায় দাঁড়িয়ে এই অভিযোগই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার ডিভিসির সংস্কার করছে না বলেও অভিযোগ মমতার। যে কারণে পলি জমে নাব্যতা নষ্ট হয়েছে ডিভিসির। বুধবার উদয়নারায়ণপুরে যাওয়ার কথাও ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু সেখানে জল বেশি থাকায় আমতাতেই থেমে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। বন্যা বিধ্বস্ত আমতায় দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা বৃষ্টির বন্যা নয়। এটা জল ছাড়ার বন্যা। ম্যান মেড ফ্লাড। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, ডিভিসি ইচ্ছেমতো জল ছাড়ছে।’ এদিন খানাকুলেও যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আবহাওয়ার কারণে সফর বাতিল করেন। এদিন তিনি বলেন, ‘এখনও দেখছেন বাজ পড়ছে। আপনারা সাবধানে থাকুন। আমি খানাকুলে যাব ভেবেছিলাম। তবে অবস্থা খারাপ।’ সেখানে একটি প্রশাসনিক বৈঠক হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। খানাকুলের ঘোষপাড়ায় একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। যেখানে জল জমে যাওয়ায় সড়ক পথেই সকালে নবান্ন থেকে বেরিয়ে যান। তবে আমতায় গিয়ে ফের নবান্নে ফিরে আসেন। এদিন ঘটালেও যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। আজ সম্ভব না শীঘ্রই প্লাবিত এলাকা পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।