২১ জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ থেকে কেন্দ্রের নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর জিএসটি বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি জিএসটি (GST)-এর সংশোধিত তালিকা প্রকাশিত হয়েছে ৷ সেই তালিকার আওতায় নতুন করে জিএসটি বসেছে একাধিক পণ্যের উপর ৷ যার মধ্য়ে অন্যতম হল, মুড়ি ৷ অথচ, পশ্চিমবঙ্গ তথা ভারতের আমজনতা, বিশেষ করে দরিদ্রদের একটা বড় অংশই দিনের অধিকাংশ সময় মুড়ি খেয়ে
পেট ভরান ৷ কিন্তু, ৫ শতাংশ জিএসটি বসায় সেই মুড়ির দামও এখন বেড়েছে ৷ ফলে টান পড়েছে গরিবের পকেটে ৷ ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ থেকে কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এ দিনের কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন পূর্ব বর্ধমানের এক তৃণমূল কর্মী ৷ তিনি বস্তায় করে মুড়ি এনেছিলেন ৷ তাঁর কাছ থেকে সেই বস্তা চেয়ে নেন মমতা ৷ মঞ্চে একটি ট্রেতে সেই মুড়ি হাতে করে ঢালতে দেখা যায় মমতাকেই ৷