কলকাতা

মুড়িতেও জিএসটি, আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি ফিরে যাওঃ মমতা

২১ জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ থেকে কেন্দ্রের নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর জিএসটি বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন তৃণমূল সুপ্রিমো।  সম্প্রতি জিএসটি (GST)-এর সংশোধিত তালিকা প্রকাশিত হয়েছে ৷ সেই তালিকার আওতায় নতুন করে জিএসটি বসেছে একাধিক পণ্যের উপর ৷ যার মধ্য়ে অন্যতম হল, মুড়ি ৷ অথচ, পশ্চিমবঙ্গ তথা ভারতের আমজনতা, বিশেষ করে দরিদ্রদের একটা বড় অংশই দিনের অধিকাংশ সময় মুড়ি খেয়ে

পেট ভরান ৷ কিন্তু, ৫ শতাংশ জিএসটি বসায় সেই মুড়ির দামও এখন বেড়েছে ৷ ফলে টান পড়েছে গরিবের পকেটে ৷ ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ থেকে কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এ দিনের কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন পূর্ব বর্ধমানের এক তৃণমূল কর্মী ৷ তিনি বস্তায় করে মুড়ি এনেছিলেন ৷ তাঁর কাছ থেকে সেই বস্তা চেয়ে নেন মমতা ৷ মঞ্চে একটি ট্রেতে সেই মুড়ি হাতে করে ঢালতে দেখা যায় মমতাকেই ৷