লোকাল ট্রেন চালানো দাবিতে বিক্ষুব্ধ জনতা হিংসাত্মক হয়ে উঠেছে সোনারপুর, মল্লিকপুর বিভিন্ন স্টেশনে । কিন্তু করোনার কথা মাথায় রেখে এখনই লোকাল ট্রেন চালু করতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এ দিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন স্পষ্ট বলেন, “এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে। প্ররোচনা দেবেন না। আমরা তো সব খুলে রেখেছি প্রায়। কিন্তু ট্রেন চললে করোনা বাড়বে। দোকানপাট তো এমনিতেই খোলা আছে। আমরা বন্ধ করিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, “অনেক জায়গায় তো কার্ফু থেকে শুরু করে অনেক কিছুই করেছে। আমরা তো সেসব কিছুই করিনি। কিন্তু এখন ট্রেন চালালে দুনিয়ার লোকের করোনা হবে।”এদিকে, আজও রাজ্যকে চিঠি দিয়ে লোকাল ট্রেন চালু করার আবেদন জানিয়েছে রেল কর্তৃপক্ষ।