সপ্তম দফার ভোট এখনও বাকি৷ তার মাঝেই রাজ্যে চলল দুর্যোগের দাপট৷ সিভিয়ার সাইক্লোন রিমলের তাণ্ডবে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৫ জন৷ ভিটেছাড়া বহু৷ শরণার্থী শিবিরে নিতে হয়েছে আশ্রয়৷ এদিন উত্তর কলকাতার এক প্রচারসভা থেকে এতগুলি দফায় বাংলায় ভোট করানো নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন উত্তর কলকাতার বড়বাজারে সত্যনারায়ণ পার্কে তৃণমূলপ্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সভা সারছিলেন তৃণমূলনেত্রী৷ সেখানেই ঝড় প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘‘কী দরকার ছিল এই সময় ইলেকশন করার। ইলেকশন মে মাসের মাঝামাঝি শেষ হয়ে যায়। মোদিকে সময় দেওয়ার জন্য, মোদিকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য ইলেকশন কমিশন এতদিন ধরে নির্বাচন করাচ্ছে।’’ মমতার স্পষ্ট কথা, ‘‘প্রথম দফায় ৪টি আসনের নির্বাচন হয়েছে। আপনারা এটা ভাবতে পারেন? ২৪টা সিটের নির্বাচন হতে পারত। তামিলনাড়ুতে হতে পারলে বাংলায় কেন হবে না? এত আধা সেনা কেন? বাংলাকে টাইট দেওয়ার জন্য?’’ বিজেপি সূত্রের খবর, আগামী ২৮ মে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি৷ আগামী ২৮ ও ২৯ মে মোট তিনটি রাজনৈতিক সভা ও একটি রোড শো করার কথা তাঁর৷ যাওয়ার কথা বাগবাজারে সারদা মায়ের বাড়িতেও৷ এদিন অবশ্য মমতা বলেন, ‘‘মোদি জি আসবে নাকি আসবে না, সেটা আমি জানি না। কিন্তু এটা বুঝতে পারছি মোদি জি না আসার সম্ভাবনা বেশি।’’