শনিবার চতুর্থ দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে কোচবিহারের শীতলকুচিতে নিহত হয়েছেন ৪ জন । রাজনৈতিক সংঘর্ষে প্রাণ গিয়েছে আরও এক তরুণের ৷ একই দিনে একটি জেলায় প্রাণ গেল পাঁচজন মানুষের ৷ জখম হয়েছেন আরও ৩জন ৷ সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার বর্ধমানে মোমবাতি হাতে নিয়ে পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় উপচে পড়ল ভিড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রাস্তায় বের হলেন কয়েক হাজার মানুষ। বর্ধমান জেলার বেশ কয়েকটি জায়গায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান শহর সংলগ্ন নীলপুর এলাকায় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের সমর্থনে জনসভা করেন সাংসদ দেব। রবিবার পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শুরু হয় বর্ধমান পুলিশ লাইন বাজার থেকে বর্ধমান রেল স্টেশন পর্যন্ত। হুইল চেয়ারে বসে পদযাত্রায় সামিল হন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ কয়েক হাজার তৃণমূল নেতাকর্মীরা। হুইল চেয়ারে বসে কর্মীদের উদ্দ্যেশ্যে কখনও হাত নাড়িয়ে আবার কখনও হাত জোড় করে সমর্থন চান মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দুপাশের জনতাও হাত নাড়িয়ে ধন্যবাদ জানান তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ।