কলকাতা

আজ দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, সাংগঠনিক রদবদলের সম্ভাবনা

বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে আজ বৃহস্পতিবার দলের নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তিনি। সূত্রের খবর, আজকের ভার্চুয়াল বৈঠকে সংগঠনকে ঢেলে সাজানোর ঘোষণা করতে পারেন তিনি। বেশ কয়েকজন জেলা সভাপতিকে সরিয়ে দিয়ে সংগঠন চাঙ্গা করতে নতুন মুখ আনতে পারেন তিনি। তাই কিছুটা হলেও শঙ্কায় রয়েছেন তৃণমূলের অধিকাংশ নেতা। সূত্রে খবর, নদিয়া, হুগলি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন তৃণমূল সুপ্রিমো। বিধানসভা ভোটে যাতে তার পুনরাবৃত্তি না হয়, তার জন্য এখন থেকেই সতর্ক হতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদার মতো জেলায় সভাপতি বদলের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জঙ্গলমহল তথা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামেও লোকসভা ভোটে বিপর্যয় হয়েছে তৃণমূলের। ওই তিন জেলার সভাপতি বদলের সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকজন জেলা পর্যবেক্ষককেও সরিয়ে দেওয়া হতে পারে।