জেলা

গঙ্গাসাগর থেকে ৩০টি প্রকল্প উদ্বোধন ও ১৯টি শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

সাগরদ্বীপ-সহ দক্ষিণ 24 পরগনার উন্নয়নে 200 কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখে ফেরার আগে মঙ্গলবার 30টি সরকারি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি ৷ পাশাপাশি, 19টি প্রকল্পের শিলান্যাসও করেন ৷ মমতার উদ্বোধন করা প্রকল্পগুলির মোট আর্থিক পরিমাণ 153 কোটি টাকা ৷ যার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার গুরুত্বপূর্ণ সেতু, রাস্তা, পরিবহণ, পঞ্চায়েত এবং নারী ও শিশু সমাজকল্যাণ দফতরের বেশকিছু প্রকল্প রয়েছে ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পগুলির মাধ্যমে জেলার অন্তত 19 লক্ষ মানুষ উপকৃত হবেন ৷ এর পাশাপাশি 61 কোটি টাকার 19টি প্রকল্পের শিলান্যাসও করেছেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা শুনলেন অনেক টাকার প্রকল্প উদ্বোধন করা হল ৷ মুড়িগঙ্গার টেন্ডার হয়ে গিয়েছে ৷ রাজ্য সরকারের পক্ষ থেকে 1500 কোটি টাকা রাখা হয়েছে তার জন্য ৷ মুড়িগঙ্গাতে ড্রেজিং করে গভীরতা বাড়ানো হয়েছে ৷ যাতে 20 ঘণ্টা লঞ্চ চলাচল করতে পারে ৷” এর পাশাপাশি, গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের জন্য 2 হাজার 250টি সরকারি বাস ও 32টি ভেসেলের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি ৷ সবক’টিতে জিপিএস ট্র্যাকার লাগানো হয়েছে বলে জানান মমতা ৷ কচুবেড়িয়ায় সুজিত বুস, মানস ভুঁইয়া, রথীন ঘোষের মতো মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আর মেলা প্রাঙ্গণের দায়িত্বে থাকবেন অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, পুলক রায়-সহ অন্যান্যরা ৷ তিনি বলেন, গঙ্গাসাগর মেলায় ভেসেল এবং লঞ্চে থাকবে জিপিএসের ব্যবস্থা । গঙ্গাসাগরে পর্যটক নিবাসের সংস্কার হয়েছে । মেডিক্যাল ইমার্জেন্সির জন্য থাকবে কপ্টার অ্যাম্বুল্যান্স ৷ সাগরে থাকবে আইসিইউ-এর ব্যবস্থা ৷ সেই সঙ্গে ক্রিটিক্যাল রোগীর জন্য গ্রিন করিডরের ব্যবস্থা করা হয়েছে ৷ জাতীয় পরিবেশ আদালতে নির্দেশিকা অনুযায়ী, পরিবেশবান্ধব গঙ্গাসাগর মেলার আয়োজন করেছে রাজ্য সরকার ৷ এ নিয়ে মমতা বলেন, “আমাদের মূল লক্ষ্য হল গ্রিন গঙ্গাসাগর মেলা করা ৷ তাই আমরা প্লাস্টিক ব্যাগ বর্জন করার আহ্বান জানাচ্ছি ৷ পুণ্যার্থীদের জন্য সরকারের তরফে কাপড়ের ব্যাগ দেওয়া হবে ৷”