কালীঘাটে বাড়ি থেকে ভার্চুয়ালি কলকাতা ও জেলায় জেলায় পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে চোট থাকার জন্য এবছরের উদ্বোধন এদিন তাঁর কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি করলেন। সকলকে পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি জানান, পায়ে চোট থাকার জন্য চিকিৎসকদের নিষেধ আছে। তাই সশরীরে যেতে পারেননি। কিন্তু মানসিকভাবে মণ্ডপে পৌঁছে গেছেন। এদিন শ্রীভূমি, টালা প্রত্যয়, হাতিবাগান সার্বজনীন সহ একাধিক পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। কথা বলেন মণ্ডপে উপস্থিত পুজো উদ্যোক্তাদের সঙ্গে। তবে উদ্বোধন ভার্চুয়ালি করলেও কার্নিভ্যালে সশরীরেই উপস্থিত থাকবেন মমতা। তিনি বলেন, ‘আগামী ২৭ অক্টোবর পুজো কার্নিভ্যালে দেখা হবে।’ এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে মন্ত্রীসভার বৈঠক আয়োজিত হয়েছিল। যা একেবারেই প্রথম। বৈঠকের পর উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, সিকিমের প্রাকৃতিক বিপর্যয় এবং তার থেকে তৈরি হওয়া বন্যার জন্য কালিম্পংয়ে যে ক্ষতি হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রী খুবই উদ্বিগ্ন। এর আগে মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে একটি দল গেলেও বৃহস্পতিবার চারজন মন্ত্রীকে নিয়ে একটি দল তৈরি হয়েছে। যারা আগামী ১৭ অক্টোবর কালিম্পংয়ে যাবেন এবং তিনদিন থেকে মানুষের সমস্যাগুলো খতিয়ে দেখবেন। মন্ত্রীদের এই চারজনের দলে সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানী, শ্রীকান্ত মাহাতো এবং সত্যজিৎ বর্মণ আছেন বলে উদয়ন জানিয়েছেন।