কলকাতা

পুলিশ হাসপাতাল বদলে গেল কোভিড চিকিৎসাকেন্দ্রে, ভারচুয়ালি উদ্বোধনে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর নির্দেশে ভবানীপুরের কলকাতা পুলিশ হাসপাতাল বদলে গেল কোভিড চিকিৎসাকেন্দ্রে।সোমবার বিকেলে নবান্ন সভাঘর থেকে ভারচুয়ালি সেই হাসপাতালের উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধুনিক ব্যবস্থাপনা-সহ এই হাসপাতালে রয়েছে ৩০০টি শয্যা। দায়িত্বে রয়েছে মেডিকা হাসপাতাল। কোভিড চিকিৎসাকেন্দ্র তৈরিতে সাহায্য করেছে বন্ধন ব্যাংকও। এদিন এই উদ্যোগের জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীও। রাজ্যের তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের দিনই পুলিশ হাসপাতালকে কোভিড চিকিৎসা কেন্দ্রে পরিণত করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর দ্রুত গতিতে কলকাতা পুলিশের প্রায় জীর্ণ হয়ে যাওয়া হাসপাতালকে আধুনিক চিকিৎসা কেন্দ্রে পরিণত করা হল। এখানে রাজ্যের পুলিশ কর্মী, হোম গার্ড ও তাঁদের পরিবারের করোনার চিকিৎসা হবে। তবে শুধুমাত্র পুলিশ বা হোম গার্ডরাই নন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে এই হাসপাতালে চিকিৎসা পাবেন সাধারণ মানুষও। মুখ্যমন্ত্রীর কথায়, “বেড আটকে রেখে লাভ নেই। প্রয়োজনে সাধারণ মানুষের চিকিৎসা করুন এখানে।”