বিদেশ

‘আসুন নিজের চোখে দেখে বাংলায় বিনিয়োগ করুন’, দুবাইয়ে শিল্পপতিদের কাছে আবেদন মমতার

নিজের চোখে দেখে অনুধাবন করে বাংলায় বিনিয়োগের জন্য দুবাইয়ের শিল্পপতিদের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন দুবাইয়ের শিল্প সম্মেলনে বাংলার প্রতিভার কথা তুলে ধরেন তিনি ৷ প্রথমে মাদ্রিদ, তারপর বার্সিলোনা, এ বার দুবাই । বিনিয়োগকারীদের খোলা মনে বাংলায় বিনিয়োগের আহ্বান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার দুবাইয়ের দ্য রিটজ কর্লটনে বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখেন তিনি । আর সেখানে মরু রাষ্ট্রের শিল্পপতিদের বাংলায় এসে রাজ্যের পরিবেশ পরিস্থিতি অনুধাবন করে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী । আজকের দিনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল । কারণ অতীতে দুবাইয়ে এলেও এ ভাবে শিল্প বাণিজ্যমহলের মুখোমুখি হওয়ার সুযোগ তিনি পেলেন প্রথমবার প্রথমবারই তাঁর সঙ্গে শিল্প সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন দুবাইয়ের বাণিজ্যমন্ত্রী আহমেদ আল জাওদি । সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মরু রাষ্ট্রের শিল্পপতিদের বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানান । এ দিন মুখ্যমন্ত্রী বলেন, দুবাইয়ের সঙ্গে বাংলার সংস্কৃতির অনেক মিল রয়েছে । বাংলা এমন একটা জায়গা যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আপনারা দেখতে পাবেন । এখানে সমস্ত ধর্মের মানুষ বসবাস করে, স্বাধীনভাবে তাঁদের নিজের ধর্ম আচরণ করে । আমরা তাঁদের পদবি দেখে চিহ্নিত করি না, আমরা তাঁদের মানবতার দিক থেকে দেখেই মেলামেশা করি । মুখ্যমন্ত্রী বলেন, আমাকে গরিব মানুষের জন্য কাজ করতে হবে । আর সে কারণে আমরা চাই উন্নয়ন । তবে আমরা চাই আমার চাষি যেমন হাসবে, একই ভাবে আমার ইন্ডাস্ট্রির বন্ধুরাও হাসবে । হিন্দু মুসলমানের মতোই কৃষি এবং শিল্প আমার কাছে দুই বোন । রাজ্যের উন্নতির জন্য দুইয়ের উন্নতি প্রয়োজন