কলকাতা

৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 ৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রী আগামী ২৮ তারিখ শিলিগুড়ি যাবেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে। সেদিন রাতে তিনি শিলিগুড়িতেই থাকবেন। পরের দিন ফিরে আসবেন কলকাতায়। মাঝে পাহাড়ের নেতাদের সঙ্গে জিটিএ’র নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী ফিরে এলে এপ্রিলের শুরুতেই জিটিএ নির্বাচনের কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার। কিন্তু মঙ্গলবার জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ২ দিন নয়, ৪ দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন। এর মধ্যে ২টি দিন তিনি কাটাবেন দার্জিলিংয়ে। সেখানেই জিটিএ’র নির্বাচন নিয়ে পাহাড়ের নেতাদের সঙ্গে করবেন বৈঠক।   জানা গিয়েছে, আগামী ২৭ তারিখ বিকেলে বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছবেন। ২৮ তারিখ শিলিগুড়ির সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর ২৯ তারিখ তিনি চলে যাবেন দার্জিলিং। থাকবেন রিচমন্ড হিলে। এরপর ৩০ তারিখ জিটিএ-র সঙ্গে একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর ৩১ তারিখ কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৩০ তারিখেই তাঁর সঙ্গে পাহাড়ের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই নেতাদের তালিকায় থাকছেন বিনয় তামাং, অনীত থাপা ও অজয় এডওয়ার্ডও। সাম্প্রতিক কালে হয়ে যাওয়া পুরনির্বাচনে অজয়ের দল হামরো পার্টি যেমন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দার্জিলিং পুরসভা দখল করেছে তেমনি কিছু আসন পেয়েছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাও। তাই এই দুই দলের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে এখন থেকেই আগ্রহ তৈরি হয়েছে।