ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে জরুরি বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে প্রায় ঘণ্টা তিনেক পিকের সঙ্গে কথা বলেন তৃণমূল সুপ্রিমো। পিকে-মমতার এই বৈঠক ঘিরে তৃণমূলের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই দলের সাংগঠনিক স্তরে রদবদল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়েই আলোচনা হয়েছে পিকের সঙ্গে।
জানা গিয়েছে, এদিন প্রায় তিন ঘন্টারও বেশী সময় ধরে পিকের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় স্তরে তৃণমূলকে নিয়ে যাওয়া লক্ষ্য নেত্রী মমতার। গত কয়েকদিন আগেই প্রশান্ত কিশোরের অঙ্গুলিহেলনে বড়সড় রদবদল হয় তৃণমূলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা, সায়নীর মতো নেত্রীকে দলের সংগঠনের লাগানো সবটাই প্রশান্ত কিশোরের নির্দেশে হয়েছে বলে গুঞ্জন! ইতিমধ্যে দলের মধ্যে এক ব্যক্তি এক পদ নীতি লাঘু হয়েছে। এক সঙে একাধিক পদে থাকা যাবে না। দলের সংগঠনে যুক্ত থাকলে মন্ত্রী নয়, আবার মন্ত্রী হলে দলের কোনও পদে নয়। সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, খুব শীঘ্র জেলা স্তরেও রদবদল হবে। মনে করা হচ্ছে, জেলা স্তরে এই রদবদলের ক্ষেত্রে কি প্রশান্ত কিশোরের পরামর্শ নিলেন মমতা? যদিও এখনও এই বৈঠক নিয়ে তৃণমূলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।