আজ সন্ধে নাগাদ হঠাৎ রাজভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পৈলান থেকে ফিরে সরাসরি রাজভবনে চলে যান মুখ্যমন্ত্রী। এরপর রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রায় এক ঘণ্টা একান্তে কথা হয়। এর পর সন্ধে ৬টা ৩০মিনিট নাগাদ রাজভবন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। যদিও কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হল তা নিয়ে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কেউ মুখ খোলেননি। তবে রাজনৈতিক মহলের খবর, রাজ্যের মন্ত্রী জাকির হোসেন বোমার আঘাতে আক্রান্ত হওয়ার পর এই বিষয়ে জানতে চেয়েছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে এই বিষয়ে তাঁকে অবগত করে আসেন। মুখ্যমন্ত্রী রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার পরই সরাসরি এসএসকেএম হাসপাতালে উপস্থিত হন রাজ্যপাল। তিনি মন্ত্রী এবং মন্ত্রীর পরিবারের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে রাজ্যের সরকারকেই বেঁধেন তিনি। এদিন হাসপাতালে আহতদের দেখে বেরিয়ে সাংবাদিকদের রাজ্যপাল বলেন, ‘‘আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। ১৩-১৪ জন আক্রান্ত হয়েছেন। তিন জনের অবস্থা খুবই গুরুতর। হিংসা কখনোই সমস্যার সমাধান করতে পারে না। এই ঘটনার উপযুক্ত তদন্ত হবে এমনটাই আশা রাখছি। দোষীদের দ্রুত চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক।’’