বগটুইয়ে অগ্নিকাণ্ডের পর আতঙ্কে বহু মানুষ গ্রাম ছেড়েছেন৷ বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামছাড়াদের ঘরে ফেরানোর নির্দেশ দিয়েছেন৷ রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্যকে ঘরে ফেরা মানুষগুলোর নিরাপত্তার ব্যবস্থা করারও কড়া নির্দেশ তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘গোটা গ্রাম কড়া নিরাপত্তায় মুড়ে ফেলতে হবে৷ আতঙ্কে গ্রামছাড়াদের ঘরে ফেরাতে হবে৷ জায়গায় জায়গায় পুলিস পিকেটিং বসাতে হবে৷’’ এদিন মুখ্যমন্ত্রীকে যে ভাষায় রাজ্য পুলিসের ডিজিকে নির্দেশ দিতে দেখা গেছে, তাতে স্পষ্ট যে ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে তিনি রুষ্ট৷ যে কারণে তাঁকে বলতে শোনা যায়, ‘‘পিকেটিংয়ের নামে সকাল-দুপুর-ঘুরে বাড়ি চলে গেলে পুলিসে কাজ করার দরকার৷ যে অ্যাকটিভলি কাজ করবে, তাঁকে সেলাম জানাই৷ যে কাজ করবে না তাঁকে পুলিসে কাজ করার দরকার নেই৷’’ মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘থানার আইসি দায়িত্ব পালন করেননি৷ আইসি থেকে শুরু করে যারা যারা দায়িত্ব পালন করেনি তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কাজে গাফিলতির জন্য কড়া ব্যবস্থা করতে হবে৷’’