কলকাতা

৪ জুন হোক জোটের বৈঠক, শরদ পাওয়ারকে প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের

ইন্ডিয়া জোটের বৈঠক হোক ৪ জুন ৷ এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে কথা বলে এমনই প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব, অন্যদিকে শেষ দফার নির্বাচন ৷ আর এই দুই কারণে আগামী ১ জুন ইন্ডিয়া জোটের বৈঠকে থাকতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই কারণে বৈঠকের দিন বদলের প্রস্তাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর ৷ আগামী ১ জুন কংগ্রেসের তরফে দুপুর ৩টেয় ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়। আমন্ত্রণ পাঠানো হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও । কিন্তু নির্বাচন ও ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি তদারকির কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন । মঙ্গলবার এই বিষয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেন তিনি ৷ সেই কথোপকথনে বৈঠকের জন্য ৪ তারিখের প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ইতিমধ্যে ছয় দফা নির্বাচন শেষ হয়ে গিয়েছে ৷ আগামী ১ জুন শেষ দফার নির্বাচন ৷ এই দফায় কলকাতার দুই কেন্দ্র, যাদবপুর, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, দমদম, জয়নগর এবং মথুরাপুরে হবে নির্বাচন ৷ সম্প্রতি বসিরাহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া ৷ সেইসঙ্গে হাইভোল্টেজ ডায়মন্ড হারবার কিংবা যাদবপুর কেন্দ্রে নির্বাচন রয়েছে শেষ দফায় ৷ পাশাপাশি রবিবার রাজ্যের একাধিক জেলায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল ৷ ঝড় পরবর্তী পরিস্থিতিতে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজও রয়েছে ৷ এই আবহে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকা কার্যত অসম্ভব ৷ সেকারণে মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দেন 1 জুন জোটের বৈঠকে থাকতে পারবেন না ৷ তবে তাঁর বদলে প্রতিনিধি পাঠাবে তৃণমূল কংগ্রেস, তাও জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷