বিদেশ

প্রবল ঠাণ্ডার মধ্যে বৃষ্টি মাথায় লন্ডন পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

হিথরো বিমানবন্দরে আগুনের কারণে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর সফরসূচি নিয়ে একটা টালবাহানা তৈরি হয়েছিল । অবশেষে সেসব কাটিয়ে রবিবার লন্ডনের মাটিতে পা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । স্পেনের পর এই প্রথম কোনও বিদেশ সফরে গেলেন তিনি । কলকাতা বিমানবন্দর থেকে শনিবার রাত আটটা কুড়িতে রওনা হয়ে প্রথমে দুবাই পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দুবাই থেকে হিথরোগামী বিমান ধরেন তিনি । যতদূর জানা গিয়েছে, যাত্রাপথে বেশ খোশমেজাজেই ছিলেন মুখ্যমন্ত্রী । মাঝে দুবাইয়ে দুই গুজরাতি তরুণীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় তাঁর । পারিবারিক অনুষ্ঠানে তাঁরা পরিবারের সঙ্গে ইউরোপ যাচ্ছিলেন । আলাপ জমে উঠলে মুখ্যমন্ত্রীর অনুরোধে তাঁরা দুবাই বিমানবন্দরে একটি হিন্দি গানের সঙ্গে পারফর্ম করেছেন বলে খবর । এরপর সেখান থেকে ভারতীয় সময় রবিবার ভোর ৪টে ৪৮মিনিটে বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমানে চড়ে লন্ডনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী । তিনি যখন লন্ডন পৌঁছন তখন সেখানে আকাশ ছিল মেঘলা, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল । অবশেষে বৃষ্টি মাথায় ভারতীয় সময় রবিবার দুপুর সাড়ে বারোটা এবং স্থানীয় সময় সকাল সাতটা নাগাদ লন্ডন পৌঁছন তিনি । তিনি যখন পৌঁছলেন তখন লন্ডন শহরের তাপমাত্রা নয় ডিগ্রির কাছাকাছি । কনকনে ঠান্ডা বাতাস বইছে । আগেই জানা গিয়েছিল, এবারও লন্ডন গিয়ে তাজ সেন্ট জেমস কোর্ট হোটেলেই থাকছেন মুখ্যমন্ত্রী । তাঁর হোটেল থেকে লন্ডনের বিখ্যাত হাইড পার্ক কয়েক মিনিটের দূরত্বে । একইসঙ্গে বাকিংহাম প্যালেসও রয়েছে ঢিল ছোড়া দূরত্বেই । পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আজ তেমন কোনও কর্মসূচি নেই মুখ্যমন্ত্রীর । দীর্ঘ বিমানযাত্রার পর আজকের দিনটা হোটেলেই বিশ্রাম নেওয়ার কথা । আগামিকাল তিনি ভারতীয় হাইকমিশনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন । কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্পসচিব বন্দনা যাদব, সিকিউরিটি ডিরেক্টর পীযূষ পাণ্ডে । এছাড়া এবার লন্ডন সফরে মুখ্যমন্ত্রী সঙ্গে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে । আজ মুখ্যসচিব, শিল্পসচিব ও অন্যান্যদের নিয়ে ঘরোয়া বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । আগামিকাল থেকে ঠাসা কর্মসূচি। মূলত এই বৈঠকে আগামিকাল থেকে কী কী হবে, সে বিষয়গুলি ঝালিয়ে নেওয়া হবে বলে জানা গিয়েছে । আগামিকাল অর্থাৎ ২৪ তারিখ হাই কমিশনের সঙ্গে বৈঠকের পর ২৫ তারিখ রয়েছে লন্ডনে বাণিজ্য সম্মেলন । ২৬ তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক । সাতাশে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার পর ২৮ মার্চ দেশে ফেরার বিমান ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷