মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর শেষ হয়েছে শুক্রবার। দেশে ফেরার জন্য লন্ডন থেকে রওনা দিয়েছেন তিনি। গতকাল লন্ডনের স্থানীয় সময় রাত ১০টা (ভারতীয় সময় শনিবার ভোর সাড়ে ৩টে) হিথরো বিমানবন্দর থেকে উড়েছে মুখ্যমন্ত্রীর উড়ান। লন্ডন থেকে দুবাই পৌঁছোবেন তিনি। কয়েক ঘণ্টা সেখানে অপেক্ষার পর দুবাই থেকে এদিন ভারতীয় সময় দুপুরে কলকাতাগামী বিমানে রওনা দেবেন। এদিন ভারতীয় সময় সন্ধ্যায় মমতার উড়ান নামবে কলকাতা বিমানবন্দরে। গতকাল ফেরার আগে লন্ডন থেকে এক্স হ্যান্ডেলে পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিশ্বের আঙিনায় প্রগতির ধ্বনি, নবজাগরণের সুরে বাজে আগমনী, উন্নয়নের আলো মেঘে ঢাকবে না, মাতঙ্গিনীর বাংলা কভু হারবে না।’ একইসঙ্গে নিজের জীবনের লড়াই সংগ্রামের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন কেলগ কলেজে ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সামাজিক উন্নয়ন- বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’ নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি। একের পর এক চালু করা সামাজিক প্রকল্পের কথা তুলে ধরেন। এসবের মাঝে বিক্ষোভের মুখেও পড়তে হয় তাঁকে। তাঁর বক্তৃতা চলাকালীন প্রতিবাদী পোস্টার তুলে ধরেন উপস্থিত দর্শকদের একাংশ। আরজি কর কাণ্ড নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় মমতাকে। যদিও মাথা ঠান্ডা রেখেই সেই পরিস্থিতি সামাল দেন তিনি।
