কলকাতা

মৃত ছাত্রনেতার পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী, মৃত্যুর তদন্তে SIT গঠনের নির্দেশ

ছাত্রনেতা আনিসের মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্যের রাজনীতি। মৃত ছাত্রনেতার পরিবারের সঙ্গে দেখা করতে চেয়ে সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর ২ টোর পর নবান্নে আনিসের পরিবারকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছেন মমতা। এদিন আমতায় আনিসের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়। সেখানেই পুরো বিষয়টি জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী।আনিসের মৃত্যুর ঘটনায় চড়ছে রাজনৈতিক পারদ। এর মাঝে আনিসের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চেয়েছেন মমতা। এদিন আনিসের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে তেমনটাই জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী পুলক রায় ও উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ। অন্যদিকে এদিন আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্তে SIT- গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করলেন মমতা। কমিটিকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে সোমবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান মমতা।