কলকাতা

‘১৪২৮ কাটুক নিরাপদে, আনন্দে ও সুখ-শান্তিতে’, রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলা নবর্ষের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নতুন বছর যাতে সবার নিরাপদে এবং আনন্দে কাটে, সেই প্রার্থনাই করেছেন মুখ্যমন্ত্রী৷ ট্যুইটারে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মমতা লিখেছেন,  নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে। শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে। ” বঙ্গবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, “ শুভ নববর্ষের আন্তরিক প্রীতি , শুভেচ্ছা ও অভিনন্দন। ১৪২৮ কাটুক নিরাপদে , আনন্দে ও সুখ-শান্তিতে।