কলকাতা

অসাধু রিয়েল এস্টেট ব্যবসায়ীদের বিরুদ্ধে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

তৃণমূল জমানায় বাংলায় রিয়েল এস্টেট ব্যবসা বহু গুণ বেড়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর জন্যে বদনাম হচ্ছে। তাঁদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, ধনধান্য স্টেডিয়ামে রিয়েল এস্টেট কনভেনশন, ২০২৩-এর অনুষ্ঠানে অসাধু রিয়েল এস্টেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, মুখ্যমন্ত্রী বলেন, রিয়েল এস্টেট ব্যবসায় গত ১২ বছরে অনেক এগিয়ে গিয়েছে বাংলা। কিন্তু কিছু অসাধু প্রোমোটার টাকা নিয়ে ফ্ল্যাট দেন না। তাঁদের ব্ল্যাক লিস্টেড করা কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসাধু রিয়েল এস্টেট ব্যবসায়ী, অসাধু প্রোমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রিয়েল এস্টেট ব্যবসায়ী সংগঠনকেও পদক্ষেপ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “একটা মানুষ কত কষ্ট করে টাকা রোজগার করে। সেই টাকা নিয়ে কেউ পালিয়ে যাবে, এটা তো হতে পারে না। সেফটি এবং সিকিউরিটির দিকে বাড়তি গুরুত্ব দিতে হবে। ব্ল্যাক লিস্টেড ঠিকাদারদের তালিকাও আপনাদের কাছে পাঠিয়ে দেব। গরিব মানুষের টাকা নিয়ে চলে যাবে, এ সব সহ্য করা যাবে না।” এক্ষেত্রে সরাসরি কলকাতা পুলিশ বা তাঁর সঙ্গেও প্রতারিতরা যোগাযোগ করতে পারেন বলে জানান মুখ্যমন্ত্রী।