কলকাতা

সোমবার ৩ দিনের সফরে মেঘালয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার তিনদিনের সফরে মেঘালয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার ভিনরাজ্যের রাজনৈতিক সফরে তাঁর সঙ্গী হচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ে একঝাঁক কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা। এই সফরে তাঁদের সঙ্গে থাকবেন মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া।আপাতত তৃণমূলের তরফে শুধু মঙ্গলবারের কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। ওই দিন শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে মেঘালয় তৃণমূলের রাজ্য সম্মেলন হবে। মঙ্গলবার একটি সামাজিক অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা মমতা ও অভিষেকের। আগামী বছরের শুরুতেই উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। দুই রাজ্যেই ভোটে প্রার্থী দিতে চায় ঘাসফুল শিবির। এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দল। এর আগে ত্রিপুরার পুরভোটে লড়লেও বিধানসভা নির্বাচনে কখনও প্রার্থী দেয়নি তৃণমূল।