আগামী ৩১ জানুয়ারি শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের আগে দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ জানুয়ারি সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা। দলীয় সূত্রে খবর, কেন্দ্রের বিজেপি সরকার বিরোধী আন্দোলন জোরদার করার বিষয়ে একাধিক নির্দেশিকা দিতে পারেন তিনি। কোন কোন ইস্যুগুলিকে দিল্লিতে আরও বেশি মাত্রায় সাংসদরা তুলে ধরবেন সে বিষয়েও একটা রূপরেখা উঠে আসতে পারে নেত্রীর বক্তব্যে। মনে করা হচ্ছে, কৃষক স্বার্থের বিষয়টিকে আরও গুরুত্ব দিতে পারে তৃণমূল। এছাড়াও কেন্দ্রীয় সরকার যে সমস্ত জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে, তার বিরুদ্ধেও লাগাতার সরব হওয়ার কর্মসূচিও নিতে পারেন তৃণমূল সাংসদরা।