একুশের বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই এ রাজ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়ছে বিজেপির কেন্দ্রীয় নেতারা। বঙ্গ জয়ের লক্ষ্যে এদিন শহরে এসে তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ বলেন, ‘পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঢেউ চলছে। মে মাসের ২ তারিখ দিদি যাবে আর বিজেপি আসবে। রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতি, কাটমানি, স্বজনপোষণ বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। তাই তৃণমূলের নাম হয়ে উঠেছে তোড়ো, মারো, কাটো। মমতার কাছে তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রীর কিষান সম্মাননিধিতে বাংলার কৃষকরা টাকা পেলে আপনার কী যায় আসত! আয়ুষ্মান ভারতের মতো জনহিতকর প্রকল্পের সুবিধাও মানুষকে পেতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি। আমফানের ত্রিপলের টাকা থেকে রেশনের চাল সব তৃমমূল খেয়ে নেয়।’ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ট্যুইটেও লেখেন, বাংলায় পরিবর্তনের রথযাত্রায় হামলা চালাচ্ছে তো কখনও আবার প্রশাসনের তরফে অনুমতি দিচ্ছে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বঙ্গের কুর্সি দখলে মরিয়া বিজেপি এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট প্রচারে ঝড় তুলতে প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় নেতাদের দিয়ে জনসভা এবং র্যালি করাচ্ছে। বাংলায় বিধানসভা ভোটগ্রহণের দিন যত এগিয়ে আসছে ততই আক্রমণ পাল্টা আক্রমণ বেড়েই চলেছে যুযুধান ২ প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপির মধ্যে।