কলকাতা

ভবানীপুর উপনির্বাচনে ৫৮ হাজার ৮৩৫ ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ৭১.৯%, বিজেপি ২২.৩%, একধাক্কায় ১৫ শতাংশ ভোট বাড়াল তৃণমূলের

কলকাতাঃ ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩৫ ভোটে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ২০২১-এর বিধানসভা ভোটে ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের দ্বিগুণ ব্যবধানে জয়। ২০১১-র উপনির্বাচনের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন মমতা। ২০১১ সালে তাঁর জয়ের ব্যবধান ছিল ৫৪ হাজার ২১৩। এবারের ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন মোট ৮৫ হাজার ২৬৩ ভোট, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজার ৪২৮ ভোট। সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৪ হাজার ২২৬ ভোট।  মুখ্যমন্ত্রী এই উপনির্বাচনে সব ক’টি ওয়ার্ডেই ভাল ব্যবধানে জয়ী হয়েছেন। ভোটের ফল ঘোষণার পরই নিজের কালীঘাটের বাসভবন থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ। ভবানীপুরে মা-ভাই-বোনেদের, সকল সহকর্মী, সারা ভারত, সারা বাংলার মানুষকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবানীপুরের ভোটার কম। এক লক্ষ ১৫ হাজারের মতো ভোট হয়েছিল। কম ভোট পরা ভবানীপুরের ট্রেন্ড। এবার ৫৮হাজার ৮৩৫ ভোটে জিতেছি। এবার ভবানীপুরের মানুষ যেভাবে ভোট দিতে এসেছেন, তাতে উচ্ছ্বসিত। কোনও ওয়ার্ডে এবার আমরা হারিনি। এটা রেকর্ড।’ ভবানীপুর উপনির্বাচনের শুরু থেকেই একে ভারত জয়ের শুরু বলে প্রচার করেছিল তৃণমূল। এদিন বিপুল জয়ের পর সেই ভাবনারই প্রতিফলন দেখা দেয় তৃণমূল নেত্রীর গলায়। তিনি বললেন, ‘ভবানীপুরে ভাষাভাষি নির্বিশেষে সকলে আমাদের ভোট দিয়েছেন। ভবানীপুর শুধু নয়, সারা ভারতের মানুষজন আসলে আমাদের জিতিয়েছেন। কোনও ওয়ার্ডেই আমরা হারিনি এবার। এটা খুব গুরুত্বপূর্ণ। কোথাও কম, কোথাও বেশি ভোট পেয়েছি। কিন্তু কোথাও হারিনি।’ তিনি বলেন, ‘ভবানীপুরের ভোট পার্সেন্টেজ ৪৪ শতাংশ অবাঙালি। সমস্ত ভাষাভাষীর মানুষ আছেন এখানে। সকলে শান্তিতে ভোট দিয়েছেন। আমার মন ভরে গেছে, ভবানীপুরের মানুষ দেখিয়ে দিল, সারা বাংলা তাকিয়ে ছিল। বাংলা আঘাত পেয়েছিল নন্দীগ্রামের ফলাফলে। অনেক চক্রান্ত হয়েছিল। সব চক্রান্তকে জব্দ করে দিয়েছেন ভবানীপুরের মানুষ। আরও কাজ নতুন করে করব। আমরা চিরঋণী। আমরা সকলে তাঁদের মনে রাখব।’ এদিন তিনি ভিকট্রি সাইন দেখাননি। বরং ভবানীপুর ছাড়াও জঙ্গিপুর-সামশেরগঞ্জের ভোটের ফলপ্রকাশের বিষয়টিও উল্লেখ করে তিনি বলেন, ”আমি ভি দেখাব না, আমি তিন দেখাব। তিনটে সিটে লড়াই করেছি। তিনটে সিটেই আমরা জিতছি। বাংলাই ভারতকে পথ দেখাবে।” এদিন  সকলের চোখ ভবানীপুরের দিকেই। সকাল ৮টায় এখানে ভোট গণনা শুরু হয়েছে।

ভবানীপুরের ভোট গণনা বিশদে 

  • ভবানীপুরে পোস্টাল ব্যালট গণনা শেষ হয়েছে। আর তাতে দেখা যাচ্ছে বাকিদের চেয়ে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ইভিএম গণনা শুরু হয়েছে ভবানীপুরে। মোট ২১ রাউন্ড গণনা হবে।
  • প্রথম রাউন্ডের গণনা শুরু হয়েছে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন প্রায় ২৮০০ ভোটে।
  • ভবানীপুরে দ্বিতীয় রাউন্ড গণনা শেষ। প্রায় ২ হাজার ৭৯৯ ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • তৃতীয় রাউন্ডের গণনা শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে ৪৬০০ ভোটে।
  • ভবানীপুরে প্রথম রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ৩ হাজার ৬৮০ ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ৮৮১টি ভোট। আর বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস প্রথম রাউন্ডে পেয়েছেন ৮৫ ভোট।
  • সকাল সকাল কালীঘাটে বিজয়োল্লাসে মেতেছেন শাসকদলের কর্মীরা। শুরু হয়ে গেছে আবীর খেলা।
  • শেষ হল তৃতীয় রাউন্ডের ভোট গণনা। এই রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন ৬ হাজার ১৪৬ ভোটে। তাঁর মোট প্রাপ্ত ভোট ৯ হাজার ৯৭৪।
  • তৃতীয় রাউন্ডে প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ৩ হাজার ৮২৮ ভোট। শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ২৫০ ভোট।
  • চতুর্থ রাউন্ডের শেষে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যের লিড আরও বাড়ল। দশ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল তৃণমূল। মমতা সেখানে এগিয়ে আছেন ১২ হাজার ৪৩৫ ভোটে।
  • ষষ্ঠ রাউন্ডের গণনা শেষ। ২৫ হাজার ৩১৪ ভোটের ব্যবধানে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
  • অষ্টম রাউন্ডের গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় আরও এগিয়ে গেলেন, তিনি এখন ২৭ হাজার ৫০২ ভোটে এগিয়ে রয়েছেন।
  • দশম রাউন্ড শেষে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের লিড ৩০ হাজার ছাড়াল। এই মুহূর্তে তিনি বাকিদের চেয়ে এগিয়ে আছেন ৩১ হাজার ৬৪৫ ভোটে।
  • একাদশ রাউন্ডের পর ৩৩ হাজার ৯৮২ ভোটে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • দ্বাদশ রাউন্ড শেষে ৩৪ হাজার ৯৭০ ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • শেষ হল ১৩ নম্বর রাউন্ডের ভোটগণনা। মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন ৩৬ হাজার ৪৫৭ ভোটে। বিজেপি পেয়েছে ১৫ হাজার ৮২১ ভোট। তৃণমূল পেয়েছে ৫২ হাজার ২৭৮ ভোট।
  • ১৬ নম্বর রাউন্ড শেষে মমতার ভোট ব্যবধান বেড়ে দাঁড়াল ৪২ হাজার ২৯২। তিনি পেয়েছেন ৬২ হাজার ৭৬০ ভোট। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২০ হাজার ৪৬৮ ভোট।
  • ১৭ রাউন্ড শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন ৪৫ হাজার ৭৩৮ ভোটে। তৃণমূল পেয়েছে ৬৭ হাজার ৬২০ ভোট।
  • ১৯ রাউন্ডেই ৫০ হাজারের ব্যবধান ছাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাউন্ডের শেষে তাঁর ব্যবধান ৫২ হাজার ১৭।
  • ২০ রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন ৫৬ হাজার ৫৮৮ ভোটে। তিনি পেয়েছেন পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। বিজেপি ২৫ হাজারের কিছু বেশি ভোট পেয়েছে।
  • ৫৮ হাজার ৮৩৫ ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়।