কলকাতা

 ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের দ্রুত দেশে ফেরান, প্রধানমন্ত্রীকে ফের আর্জি মুখ্যমন্ত্রীর

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাণসী থেকে শুক্রবার বিকেলেই কলকাতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই টুইট করে ভারতীয় পড়ুয়াদের নিয়ে তাঁর উদ্বেগের কথা জানান মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো লেখেন, জীবন অত্যন্ত দামি। ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রছাত্রীদের ফেরাতে কেন্দ্র এত সময় নিচ্ছে কেন? কেন আরও আগে ব্যবস্থা করা হল না? টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের অবিলম্বে দেশে ফেরাতে পর্যাপ্ত উড়ানের ব্যবস্থা করুক কেন্দ্র। যত দ্রুত সম্ভব ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনতে হবে।