কলকাতা

বাংলার নেতাজি থিমের ট্যাবলো বাতিল, বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মোদিকে চিঠি মমতার

 দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ঠাঁই পায়নি বাংলার নেতাজি থিমের ট্যাবলো ৷ মোদি সরকারের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে ৷ বাংলার ট্যাবলো বাতিল নিয়ে বেজায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মমতা ৷ চিঠিতে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ বিষয়টিতে তিনি যে খুব দুঃখ পেয়েছেন তাও জানিয়েছেন ৷ গতবছরই সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্র । এবছর পালিত হচ্ছে স্বাধীনতা দিবসের ৭৫ বছর এবং সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী । সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব । সেই উপলক্ষে বাংলার ট্যাবলোর থিম হিসেবে রাখা হয় নেতাজি এবং আইএনএ । কিন্তু রাজ্যের প্রস্তাবিত এই থিমের ট্যাবলো বাতিল করে দেওয়া হয়েছে ৷ লিখিতভাবে এই ট্যাবলো বাতিলের ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনও যোগাযোগ করেনি কেন্দ্রীয় সরকার । তবে রাজ্য সরকারকে মৌখিকভাবে জানানো হয়েছে এই কথা । তৃণমূল কংগ্রেসের তরফে ক্ষোভপ্রকাশ করা হয়েছে ৷ এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ সৌগত রায় এবং সুখেন্দুশেখর রায় । রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ।তারপরই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, “সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাংলার প্রস্তাবিত ট্যাবলোকে বাতিল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে আমি বিস্মিত এবং দুঃখিত ৷ নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই ট্যাবলো বাতিল করায় আমরা অত্যন্ত অবাক ৷ প্রস্তাবিত ট্যাবলোটি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী এবং তাঁর আইএনএ-র থিম দিয়ে তৈরি হয়েছিল ৷ ট্যাবলোটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শ্রী অরবিন্দ, মাতঙ্গিনী হাজরা, নজরুল ইসলাম, বিরসা মুণ্ডা এবং অন্য আরও অনেক দেশপ্রেমিকদের ছবিতে সাজানো হয়েছিল ৷”