বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আজ বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসহিষ্ণু বলে আক্রমণও করেন। দলীয় কর্মীসভায় যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করেন তিনি । বলেন, “শৃঙ্খলা ও সহিষ্ণুতা নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি যা বলেছিলেন সেগুলি আজ একবার মনে করা দরকার । কারণ বাংলার বর্তমান পরিস্থিতিতে ওই বিষয়গুলি একেবারে যথাযথ । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক নাম অসহিষ্ণুতা । রাজ্যে তৃণমূল সরকারের আমলে অসহিষ্ণুতা বেড়েই চলেছে ।” এরপর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাত করার ডাক দেন তিনি । বলেন, “২০২১-এর নির্বাচনে এরাজ্যে ২০০-র বেশি আসনে জিতে ক্ষমতায় আসবে বিজেপি ।” তিনি আরও বলেন, “৫ অগাস্ট যে দিন অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো করা হচ্ছিল সেদিন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী লকডাউন ঘোষণা করেছিলেন । কেউ যাতে ওই অনুষ্ঠানে যোগ দিতে না পারেন তার জন্যই একাজ করা হয়েছিল । এর আগে ৩১ জুলাই ইদ উপলক্ষ্যে লকডাউন তুলে নেওয়া হয়েছিল । বোঝাই যায় এই সরকার তোষণের রাজনীতি করছে । এবার যেনতেন প্রকারেই তৃণমূলকে উৎখাত করা হবে ।” এছাড়া তৃণমূলকে পরিবারকেন্দ্রিক দল বলেও আক্রমণ করেন তিনি । বলেন, ‘‘তৃণমূলের কাছে পরিবারটাই দল । আর বিজেপির কাছে দলই পরিবার । তাই নেতার বাড়ি থেকে নয়, কার্যালয় থেকে দল চালায় বিজেপি ।’’ এরপর কর্মীসভা শেষ করেই কালীঘাটে যান পুজো দিতে ।