কৃষিআইন বিরোধী বিক্ষুব্ধ কৃষকদের দিল্লিতে আন্দোলন দেখে “চিন্তিত” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার প্রেক্ষিতে এদিন বিকালে জোড়া ট্যুইট করে ফের কৃষকদের পাশে থাকার বার্তাই দিলেন তিনি। পাশাপাশি নয়া তিন কৃষি আইনের জন্য কেন্দ্রকে বেনজির আক্রমণ করলেন মমতা। এদিন মমতা লিখলেন, “দিল্লির রাস্তায় যে ঘটনা ঘটেছে তা দেখে আমি চিন্তিত। আমি অত্যন্ত হতাশ হয়েছি। আমাদের কৃষক ভাই-বোনদের প্রতি কেন্দ্রের অসংবেদনশীল মনোভাব এবং উদাসীনতাই এর জন্য দায়ী।” মমতা আরও জানান, “প্রথমত কৃষকদের আস্থা না নিয়েই এই আইন পাশ করানো হয়েছে। তারপরেও দেশ জুড়ে ও দিল্লিতে গত ২ মাস ধরে কৃষক আন্দোলন দেখার পরেও কেন্দ্র অত্যন্ত উদাসীনতার সঙ্গেই ব্যাপারটা দেখেছে। কেন্দ্রের উচিত কৃষকদের অন্তর্ভুক্ত করেই এই নিষ্ঠুর আইন প্রত্যাহার করা।”