কলকাতা

ফোনে বুদ্ধদেব জায়া মীরাকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন বুদ্ধদেব জায়া মীরা ভট্টাচার্য। আবার মঙ্গলবারই উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মীরা ভট্টাচার্যকে ফোন করেন মমতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন। আশ্বাস দেন, যাবতীয় প্রয়োজনে রাজ্য সরকার থাকবে পাশে। অতীতেও বুদ্ধদেবের অসুস্থতার সময় পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে ফিরলেও আপাতত চিকিত্‍সকদের পরামর্শে আইসোলেশনে রয়েছে মীরা ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর বুদ্ধদেবও আপাতত স্থিতিশীল। ফুসফুসে কিছু সমস্যা রয়েছে। বুদ্ধদেবের চিকিত্‍সার জন্য ৬ জন চিকিত্‍সকদের একটি দল গড়া হয়েছে।