কলকাতা

নেতাজির তৈরি প্ল্যানিং কমিশন ফেরাতে হবে, কলকাতাকে দেশের অন্যতম রাজধানী করা হোক, দাবি মমতার

নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীর সূচনার দিনেই মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে বড়সড় বিতর্কে তৈরি হল। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় অভিযোগ করেন সুভাষচন্দ্র বসুর অবদানের ভুলে গিয়ে তার প্রতিটি কথাকে অস্বীকার করছে বর্তমান কেন্দ্রীয় সরকার। এরপরই তিনি দাবি তোলেন দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গকেও দেশের অন্যতম রাজধানী করতে হবে! মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন কেবলমাত্র দিল্লি ভারতের রাজধানী থাকবে। দেশের ৪ প্রান্তে ৪ টি রাজধানী গড়ে তোলা হোক। এরমধ্যে অন্যতম একটি রাজধানী হোক কলকাতা। এই চার রাজধানীতে ঘুরিয়ে ফিরিয়ে সংসদের অধিবেশন বসুক। কেন দিল্লি শুধু সব পাবে?”মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আজকের বক্তব্যে অভিযোগ করেন, “সুভাষচন্দ্র বসুর পরিকল্পনা থেকেই স্বাধীন ভারতের উন্নয়নের লক্ষ্যে ‘প্ল্যানিং কমিশন’ তৈরি করা হয়েছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় এসে নেতাজির মতাদর্শকে সম্পূর্ণ উপেক্ষা করে প্ল্যানিং কমিশন তুলে দেয়।” তিনি আরও বলেন, “প্ল্যানিং কমিশন বজায় রেখেই নীতি আয়োগ গড়ে তোলা যেত। কিন্তু ওরা তা করেনি।” ঘটনা হল ১৯১১ সাল পর্যন্ত ব্রিটিশ-ভারতের রাজধানী ছিল কলকাতা। কিন্তু এরপর দিল্লিতে দেশের রাজধানী স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ রাজ। অনেক পশ্চিমবঙ্গবাসী আক্ষেপ করেন দেশের রাজধানীর গরিমা হারানোর পর থেকেই কলকাতার অবনতি হতে শুরু করেছে।