কলকাতা

টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি সরকারের নেতৃত্বে দেশে রাজনৈতিক মহামারী চলছে বলে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ভার্চুয়াল সভায় তৃণমূলনেত্রী বলেন, “করোনা মহামারীকে রুখে দেব। কিন্তু দেশে রাজনৈতিক মহামারী চলছে।” ছাত্রছাত্রীদের উদ্দেশে দিদি বলেন, “এই রাজনৈতিক মহামারীর বিরুদ্ধে হয় লড়বেন, নয় মরবেন। ওরা ভয় দেখাবে। কিন্তু হাম লড়েঙ্গে। হাম এক সাথ লড়েঙ্গে অউর জিতেঙ্গে।” এদিনের সভামঞ্চেও একুশের ভোটের কথা বললেন তিনি। ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে মমতা বলেন, “আগামী দিন দেশের মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দেবে বাংলা। মনে রাখবেন, একুশ বিপ্লবের কথা বলে। একুশে এমন জয় আমাদের হবে যে সারা দেশের মানুষ দেখবে, বাংলাকে ভয় দেখিয়ে দমিয়ে দেওয়া যায় না।” সোশ্যাল মিডিয়ায় বিজেপি মিথ্যা রটাচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি বলেন, “ওরা পাঁচটা মিথ্যে বললে আপনি ১০টি সত্যি দিয়ে তার জবাব দিন।” তাঁর কথায়, “ভারতের আকশি আকাশটাকে আজ মিথ্যের কালো চাদর দিয়ে ঢেকে দিতে চাইছে বিজেপি। আমাদের ছাত্র, যৌবনকে এগিয়ে এসে ওই কালো চাদরটা সরিয়ে দিতে হবে।”