কলকাতা

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড শুভেন্দু সহ ৫ বিজেপি বিধায়ক

রাজ্য বিধানসভায় সোমবার যে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় তার জল এবার আস্তে আস্তে অনেকটাই গড়াতে শুরু করে দিয়েছে। বিধানসভার অধিবেশন কক্ষে অধিবেশন চলাকালীন সময়ে অধ্যক্ষের উপস্থিতিতে তাঁর সামনেই তৃণমূলের বিধায়ক অসিত মজুমদারকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। অভিযোগ, বিধানসভার অধিবেশন কক্ষের মেঝেতে ফেলে মারধর করা হয় অসিতবাবুকে। তবে সেই ঘটনার থেকেও অসিতবাবু বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাঁর অভিযোগ, শুভেন্দু ঘুঁষি মেরে তাঁর নাক ফাটিয়ে দিয়েছে। আর সেই ঘটনার জেরেই এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এদিন দার্জিলিং থেকেই মুখ্যমন্ত্রী বিকালের দিকে ফোন করেছিলেন ফিরহাদ হাকিমকে। সেই সময়েই তিনি ফিরহাদকে নির্দেশ দেন শুভেন্দুর বিরুদ্ধে যেন এফআইআর করা হয়। অন্যদিকে বিধানসভায় এদিনের ঘটনা নিয়ে শুভেন্দু সহ বিজেপির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন রাজ্যের শিল্প-বাণিজ্য ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন বিধানসভা ভবনে নিজের ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, গোটা ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে। তিনি বলেন, ‘গঠনমূলক আলোচনার বদলে বারবার বিধানসভার কাজে বাধা দেওয়া হচ্ছে। রাজ্যের উন্নয়নকে ব্যহত করছেন বিজেপি বিধায়করা। বিধানসভার ঐতিহ্য ও মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে। এদের কাজ সন্ত্রাস করা। রোজ সকালে ভাঙচুর চালানো। সবার কাজ বিঘ্নিত করার চেষ্টা করছে ওরা। অধ্যক্ষ আজ বাধ্য হয়ে শুভেন্দু সহ ৫ বিজেপি বিধায়কসাসপেন্ড করেছেন।