কলকাতা

‘বিজেপি আজ কোথায় গেল বেটি বাঁচাও বেটি পড়াও’, সরব মমতা বন্দ্যপাধ্যায়

সকলেই তাকিয়ে ছিলেন বাংলার অগ্নিকন্যা সেই মণিপুর নিয়ে কী বলেন। মমতা বন্দ্যপাধ্যায় গেরুয়া শিবিরকে নিশানা করে বললেন, এই ঘটনা শুধু মণিপুরের নয়, গোটা ভারতের মাথা হেঁট করে দিয়েছে, সেই গণধর্ষণ কাণ্ডের পরে মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে ছিলেন সকলে। আর বার্তাও দিলেন তিনি। প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘বিজেপি আজ কোথায় গেল তোমার বেটি বাঁচাও বেটি পড়াও! মণিপুরের মহিলারা আজ বিবস্ত্র, অত্যাচারিত, নিগৃহীত। লজ্জা। আমাদের মা-বোনেদের ওপর কী অত্যাচারই না হচ্ছে।’ এদিন মমতা একুশের মঞ্চে উঠেই গেরুয়া শিবিরকে নিশানা বানান মণিপুর নিয়ে। বলেন, ‘কোথায় গেল বেটি বাঁচাও স্লোগান? দেশের বেটিরা এখন জ্বলছে। বিলকিস বানোর অভিযুক্তরা রেহাই পেয়েছে। দেশের মেয়েরা জ্বলছে। মণিপুর জ্বলছে। মনে রাখবেন, এই মেয়েরাই ২০২৪-এর ভোটে আপনাদের ছুঁড়ে বাইরে ফেলে দেবে। মণিপুরের মানুষদের প্রতি সহমর্মিতা। আমরা আপনাদের পাশে আছি। আমার সঙ্গে অরবিন্দের কথা হয়েছে। আমরা কয়েকজন মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার চেষ্টা করছি। মহিলাদের সম্মান না করলে আগামী লোকসভা নির্বাচনে মহিলারাই আপনাকে সরিয়ে দেবে। মা বোনেরা দুর্গা, কালী, সতী, সীতা। মহিলাদের ক্ষতি করলে, জেনে রাখুন, আগামী নির্বাচনে মহিলারাই আপনাদের ক্ষমতাচ্যুত করবে। মহিলাদের ইজ্জত নিলে আসন্ন নির্বাচনে মহিলারাই দেশের বাইরে ফেলে দেবে আপনাদের।’