জেলা

আজ মেদিনীপুরে মমতার সভা

আজ দুপুরে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সকাল থেকেই কার্যত জনস্রোতে প্লাবিত মেদিনীপুর শহর। শহরে ঢোকার পাঁচটি রাস্তা কার্যত অবরুদ্ধ। জননেত্রীর ব্যানার, প্ল্যাকার্ড হাতে হাজার হাজার মানুষ পৌঁছচ্ছেন সভা স্থলে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেটি ৷ সেই কারণে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি ৷ মাঠে উপস্থিত রয়েছেন হাজার হাজার তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী ৷ এ দিনের জনসভায় উপস্থিত পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, পূর্ণেন্দু বসু, মানস ভুঁইয়া, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ছত্রধর মাহাতোও। মেদিনীপুরের সভা মঞ্চ থেকে মমতা কী বার্তা দেন তা দেখতে মুখিয়ে রয়েছেন দলের নেতা-কর্মী থেকে রাজনৈতিক বিশ্লেষকরা।