কলকাতা

ফেসবুক লাইভ নিয়ে মদন মিত্রকে ভর্ত্‍সনা মমতার

ফেসবুক লাইভে যখন তখন যা খুশি বলা যায় না। তৃণমূল ভবনে দলের সাংগঠনিক বৈঠক মদন মিত্রকে এভাবেই সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত শুক্রবারের ফেসবুক লাইভ লাইভ নিয়েই ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো। যেখানে মদন মিত্র কার্যত নিজের দল তৃণমুলকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। শুক্রবার রাতে ফেসবুকে একটি লাইভ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। যেখানে সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্জি জানিয়ে মদন মিত্র বলেন, ‘কামারহাটির পুর-প্রশাসকের দায়িত্ব দিন। তিন মাসের মধ্যেই ভোল পালটে দেব। কলকাতা শহরের চেয়েও উন্নত করে দেব কামারহাটিকে। আমি কথা রাখতে ব্যর্থ হলে সরিয়ে দিতে পারেন।’ নিজের এই লাইভে কার্যত দলকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি। অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশের। কিন্তু সেখানেই থেমে থাকেননি মদন। মদন বলেছিলেন, ‘এই ভিডিও জন্য আমাকে অনেকে অনেক কথা বলবে। কিন্তু আমি মদন মিত্র, আই ডোন্ট কেয়ার।’ যদিও পরে ওই ভিডিওটি ডিলিট করে দিয়েছিলেন তিনি। মদন মিত্র ওয়ার্কিং কমিটির সদস্য না হলেও এ দিনের বৈঠকে তৃণমূল ভবনে হাজির ছিলেন। সূত্রের খবর, বৈঠকের মাঝেই মদন মিত্রকে ভর্ত্‍সনা করেন তৃণমূল সুপ্রিমো। সোশ্যাল মিডিয়ায় যখন তখন যা খুশি বলা যায়না। দলের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কিছু তো নয়ই। মদনের উদ্দেশে করে একথাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।