জেলা

‘মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে, আমরাই সোনার বাংলা গড়ব’, বাঁকুড়ার এসে হুঁশিয়ারি অমিত শাহের

আজ সকাল ১০ টা ৪০ মিনিট নাগাদ হেলিকপ্টারে বাঁকুড়ার করগাহির এলাকায় নামেন অমিত শাহ। সেখানে তাঁকে স্বাগত জানান সাংসদ এস এস ওয়ালিয়াসহ দলীয় অন্য কর্মকর্তারা ৷ একুশের বিধানসভা ভোট । তার আগে বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বাঁকুড়ায় পুয়াবাগান মোড়ে তিনি পৌঁছেছেন কর্মসূচির উদ্দেশে। সেখানে পৌঁছে বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করে তিনি বলেন,’বাংলার মানুষের মধ্যে আমি পরিবর্তনের আসা দেখতে পাচ্ছি, যা একমাত্র মোদি সরকারের দ্বারাই সম্ভব। ৮০% প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাচ্ছেন না। কৃষকরা কিছু পাননি, স্বাস্থ্যের সুবিধা পাচ্ছেন না এখানকার মানুষরা। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যে এই যোজনা মানুষের কাছে পৌঁছালে তাঁর সরকারের ভিত নড়ে যাবে।’ তাঁর হুঁশিয়ারি, “মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে। আমরাই সোনার বাংলা গড়ব, বিজেপি-কে একবার সুযোগ দিন।” এদিন বাঁকুড়ার একাধিক স্থানে কর্মসূচিতে আজ যোগ দেবেন অমিত শাহ।