জেলা

‘পুলওয়ামা বেরিয়েছে, আগামীতে আরও অনেক কিছু বেরোবে’‌, মোদি সরকারকে খোঁচা মমতার

গত কাল নন্দীগ্রাম। আজ‌ পুরুলিয়া। সভায় ঝাঁঝালো সুরে আরও একবার বিজেপি–কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুলওয়ামা এবং বালাকোট নিয়ে রিপাবলিক চ্যানেলের সম্পাদক অর্ণব গোস্বামীর হোয়াটস্‌অ্যাপ চ্যাটের প্রসঙ্গও তুললেন মমতা। বললেন, ‘‌পুলওয়ামা বেরিয়েছে, আগামী দিনে আরও অনেক বেরোবে।’‌ এদিন তিনি মেরুকরণের রাজনীতি থেকে দল ভাঙানো, কৃষক বিক্ষোভ বিভিন্ন বিষয়ে ঠুকলেন বিজেপি–কে। তাদের বিরুদ্ধে আঙুল তুললেন টাকা ছড়ানোর। এদিনের সভায় মুখ্যমন্ত্রী বললেন, ‘‌সংখ্যালঘুদের ভাগাভাগি করে ভোট কাটতে চাইছে বিজেপি। না হলে জেলে ঢোকানোর হুমকিও দিচ্ছে। বিজেপির কারাগার, ভেঙে করো চুরমার।’‌ তিনি আরও বলেন, ‌লোভী আর ভোগীরাই দল ত্যাগ করছে, এঁদের দলবদলে আপদ বিদায় হচ্ছে।’‌ বাংলার মা–বোনেদের কাছে আর্জি:‌ ‘‌মা–বোনরা প্রস্তুত হন। আপনাদের ছেলেকে মারতে এলে, আপনাদের ধমকাতে এলে, হাতা–খুন্তি নিয়ে এগিয়ে যাবেন। দুটো থাপ্পড় কষিয়ে দেবেন। বাংলাকে বিক্রি হতে দেবেন না। বাংলাকে পরাজিত করতে চায় বিজেপি। বাংলাকে বিক্রি হতে দেব না আমরা। বিজেপি–র কাছে মাথা বিক্রি করব না। ‌আমি বলছি, বিজেপি টাকা দিতে এলে নিয়ে নেবেন। মাংস কিনে খাবেন। ওটা আপনাদেরই টাকা। কিন্তু ভোট দেবেন না।’‌ তিনি বিজেপির দলিতদের ঘরে ভোজন নিয়ে ক টাক্ষ করে বলেন, ‌এরা পাঁচতারা হোটেল থেকে খাবার এনে, দলিতদের সরিয়ে দিয়ে তাঁদের বাড়িতে খাবার খাওয়ার নাটক করছে। দলিতের ঘরে নাকি খাচ্ছে, ওদিকে বোতলে হিমালয়ের মিনারেল ওয়াটার। আমরা কিন্তু সরকারের তৈরি ৬ টাকা বোতলের জল খাই। আর ওরা কাঁসার থালায় ফাইভ স্টার হোটেল থেকে খাবার আনিয়ে খেয়ে পগার পার।’‌