বিদেশ সফরের আগে বাম-বিজেপির অপপ্রচার নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বিদেশ সফরে থাকাকালীন সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হতে পারে। সাংবাদিকদের থেকে এমন খবর শুনে বিরোধীদের একসূত্রে বেঁধে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “হিংসার কোনও ওষুধ নেই, কুৎসার কোনও ওষুধ নেই, ওদের ওষুধ মানুষের জবাব।” লন্ডনের তিন তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়ে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এছাড়া সেখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তাঁর। সফরসঙ্গী মুখ্যসচিব মনোজ পন্থও। তার আগে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে জনৈক্য সাংবাদিক তাঁকে বলেন, বিদেশে থাকাকালীন মমতার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে বলে খবর রয়েছে। তা শুনে মুখ্যমন্ত্রী বলেন, “তাহলে তো আমারই লাভ। পাবলিসিটি পাব। বিদেশ সফরে আমি ভারতের প্রতিনিধিত্ব করি। বাংলার হয়ে যাই। আমার অসম্মান মানে, বাংলার অসম্মান। যাঁরা ডেকেছেন তাঁদের অপমান করা হবে।” এরপরই বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, “আগেও করেছে। ২০১৫ সালে করেছিল ‘১৬তে জবাব পেয়েছে। ২০২৫-এ করবে ‘২৬-এ জবাব পাবে। হিংসার কোনও ওষুধ নেই, কুৎসার কোনও ওষুধ নেই, চক্রান্তের কোনও ওষুধ নেই, এদের ওষুধ একটাই, মানুষের জবাব। মানুষ এদের উত্তর দেবে।”
