জেলা

‘ওরা চাইলে আমিই কিছু লোক ঝাড়গ্রামে পাঠিয়ে দিতাম’, শাহের সভা বাতিল নিয়ে কটাক্ষ মমতার

এমপি হয়ে ভরাডুবি

পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে ঝাড়গ্রামে শাহের সভা বাতিল নিয়ে খোঁচা দিলেন তৃণমূল নেত্রী। বললেন, ‘শুনলাম লোকের অভাবে ঝাড়গ্রামে একটা সভা বাতিল হয়েছে। আমাকে বলতে পারত। সভায় আমিই কিছু লোক পাঠিয়ে দিতাম।’ এছাড়া পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে বিজেপি-র এই সিদ্ধান্তকেই তীব্র কটাক্ষ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার বিজেপি যে ৬৬ জনের তালিকা প্রকাশ করে, তাতে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে চারজন সাংসদের নাম রয়েছে৷ বিজেপি-র তালিকা অনুযায়ী এবার বিধানসভা নির্বাচনে লড়ছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, আলিপুরদুয়ারের সাংসদ নিশীথ প্রামাণিক৷ এ ছাড়াও ভোটে লড়ছেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত৷ এ দিন অবশ্য সাংসদদের প্রার্থী করায় বিজেপি-কে চূড়ান্ত কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘আজ পর্যন্ত দেখান তো বিজেপি একটা কাজ করেছে৷ দু’ বছর আগে এখান থেকে বিজেপি জিতে গেছে৷ বাংলা থেকে আপনাদের ১৮টা এমপি৷ এখন আবার তারা এমএলএ হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছে৷ এমপি হয়ে ভরাডুবি, আর এমএলএ হয়ে বাজাবে ডুগডুগি৷ জিজ্ঞেস করুন কী কী হবেন, এমপি হবেন, কুৎসা করবেন, দাঙ্গা করবেন, হামলা করবেন, অত্যাচার করবেন, চক্রান্ত করবেন৷’ পুরুলিয়ার প্রচারে গিয়ে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্ষেপের সুরে বলেন, ‘কাজের ছেলে’ হওয়া সত্ত্বেও দু’ বছর আগে লোকসভা নির্বাচনে হারতে হয়েছিল তৃণমূলের সাংসদ মৃগাঙ্ক মাহাতোকে৷ তাঁর অভিযোগ, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পুরুলিয়াতেও জিতেছে বিজেপি৷ মমতার প্রশ্ন, ‘আপনারা কেউ পেয়েছেন ১৫ লাখ টাকা?’ বিজেপি যে সাংসদদের প্রার্থী করেছে, তাঁদের মধ্যে বাবুল সুপ্রিয় টালিগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ওই আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও লড়তে পারেন, এমন সম্ভাবনা প্রবল৷ শেষ পর্যন্ত তাই হলে এক সাংসদের সঙ্গেই লড়তে হবে মমতাকে৷ তাঁর আগে সাংসদদের প্রার্থী করা নিয়ে বিজেপি-কে আক্রমণ শানিয়ে রাখলেন তিনি৷ সভা থেকে বিজেপির বিরুদ্ধে ফের সুর চড়ান তিনি ৷ তাঁর অভিযোগ, টাকা দিয়ে ভোট করায় বিজেপি ৷ মানুষের কাছে তাঁর বার্তা, টাকা দিয়ে চরিত্র বিক্রি করবেন না ৷ মাথা নত করবেন না ৷ চরিত্র নষ্ট হলে সব নষ্ট হয়ে যায় ৷ শেষে অভিমানী দলীয় কর্মীদের প্রতি তাঁর বার্তা, তোমরা অনেক লড়াই করেছ ৷ যুদ্ধের সময় অভিমান করে বসে থাকতে নেই ৷ সব ভুলে লড়াইয়ে শামিল হও ৷ শেষে বিজেপির প্রতি তাঁর বার্তা, যতই চেষ্টা করো তোমরা আমার কণ্ঠরোধ করতে পারবে না ৷