জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ কয়লা ক্ষেত্রে ১০০ শতাংশ বৈদেশিক বিনিয়োগ এবং কোল ইন্ডিয়ার সদর দপ্তর রাজ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, কয়লা ক্ষেত্রে বাণিজ্যকরণ বা ১০০% বিদেশী বিনিয়োগের সুযোগ প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’ সংকল্পের পরিপন্থী। কয়লা ক্ষেত্র ভারতের ঐতিহ্য ও গৌরবময় সংস্কৃতির অঙ্গ। বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদক দেশ ভারত ও ভারতের পূর্বাঞ্চলে সর্বাধিক কয়লা উৎপাদন হয়ে থাকে। কয়লা উৎপাদনে প্রায় ২৭ হাজার কোটি টাকার লভ্যাংশ রয়েছে কোল ইন্ডিয়ার। তাদের কাছে থাকা লাভের অংশ ৩১ হাজার কোটি টাকারও বেশি। ফলে সেই কয়লা উৎপাদন ক্ষেত্রে বাণিজ্যকরণ বা ১০০% বিদেশী বিনিয়োগ দেশের সামগ্রিক কয়লা ক্ষেত্র’কে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেয়ার সামিল।প্রধানমন্ত্রীকে তিনি জানান, এই সিদ্ধান্ত রাজ্যের স্বার্থবিরোধী। একই সঙ্গে করোনা আবহে দেশ জুড়ে চলা লকডাউনের মধ্যে কীভাবে কোল ইন্ডিয়ার কর্মচারীরা অন্যত্র স্থানান্তরিত হবেন, সে নিয়েও সওয়াল তোলেন তিনি। এও জানান, এরফলে কোল ইন্ডিয়ার সঙ্গে যুক্ত শতাধিক কন্ট্রাকচুয়াল লেবার’রা কাজ হারাবেন। তাই দ্রুত এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দাবি করেছেন মুখ্যমন্ত্রী।