ক্রাইম দেশ

বাড়ির পছন্দের ছেলেকে বিয়েতে ‘না’, বিহারের খুন মা এবং মেয়ে

বিহারের রোহতাস জেলায়। বাড়ির পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি নন তরুণী। তিনি চেয়েছিলেন তাঁর প্রেমিককে বিয়ে করতে। মেয়ের এই চাওয়ায় সমর্থন ছিল তাঁর মায়ের। এই কারণেই ওই তরুণী এবং তাঁর মাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ওই খুনের অভিযোগে তরুণীর বাবা এবং দাদাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মৃতদের নাম পার্বতী দেবী এবং প্রতিমা কুমারী। রোহতাসের চুটিয়া থানার পিয়ারকালা গ্রামের বিদ্যুতের সাবস্টেশনের কাছে এক নির্জন স্থান থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়।  প্রতিমার বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রামের এক যুবকের সঙ্গে। কিন্তু বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে রাজি ছিলেন না তিনি। প্রতিমা চেয়েছিলেন তাঁর প্রেমিককে বিয়ে করতে। মেয়ের এই চাওয়াকে সমর্থন করেন পার্বতী দেবীও।  এই কারণেই শুক্রবার রাতে গলায় ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে তাঁদের খুন করেন প্রতিমার বাবা এবং দাদা বলে অভিযোগ। পরে দেহগুলি সাবস্টেশনের কাছে নির্জন স্থানে ফেলে দেওয়া হয়। রবিবার, রোহতাস জেলার পুলিশ সুপার রৌশন কুমার জানান, শনিবার দেহ দুটি উদ্ধার করা হয়েছে। এই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রতিমার বাবা রামনাথ রাম এবং দাদা ছোটু কুমারকে। জানা গিয়েছে, বাবার অমতে নিজের প্রেমিককে বিয়ে করতে চেয়েছিলেন প্রতিমা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত পরিবারের সম্মান রক্ষার জন্যই খুন করা হয়েছে প্রতিমা এবং তাঁর মাকে। পুলিশ সুপার জানান, মৃতদেহ উদ্ধার করার পরে রামনাথ এবং তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে তাঁদের কথায় বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। পরে প্রতিমা এবং পার্বতীকে খুনের কথা স্বীকার করেছেন বলেও দাবি করেন রোহতাসের পুলিশ সুপার।