জেলা

কুলতলিতে বাঘের হামলায় জখম এক গ্রামবাসী

আজ কুলতলিতে বাঘের হামলায় জখম হয়েছেন এক গ্রামবাসী। আহত ব্যক্তির নাম মোতালেব মোল্লা (৩৭) । জখম অবস্থায় আহত ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । জাল দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে । বাঘ ধরতে একাধিক জায়গায় পাতা হয়েছে খাঁচা । তিনদিন পরেও এখনও কেন বাঘকে খাঁচাবন্দি করা গেল না, তা নিয়ে বন দফতরের ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা । বাঘ ধরতে বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই বাঁশ, লাঠি হাতে রাস্তায় বেরিয়ে পড়েন এদিন ৷   জানা গিয়েছে, গত তিনদিন ধরে কুলতলিতে দাপিয়ে বেড়াচ্ছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার । শুক্রবার কাঁকড়া ধরতে যাওয়ার সময় এক মৎস্যজীবী সেটিকে দেখতে পান । শনিবার পিয়ালির নদীর পাশে ফের বাঘের পায়ের ছাপ দেখেন গ্রামবাসীরা । পরে কেল্লার জঙ্গলের কাছ থেকে শোনা যায় বাঘের গর্জনও । বাঘটিকে খাঁচাবন্দি করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বন দফতরও ৷ যুদ্ধকালীন তৎপরতায় জাল দিয়ে গোটা এলাকা ঘেরার কাজও চালাচ্ছেন বনকর্মীরা ।  তবে তাতেও কোনও লাভ এখনও কিছু হয়নি ৷ এখনও অধরা দক্ষিণরায়  ৷