গুলি-মৃত্যুমিছিল-জ্বলছে মণিপুর। ৫৯ দিনেও অশান্তির থামাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়াচ্ছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সূত্রের খবর, আজ শুক্রবার দুপুর একটায় রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র পেশ করবেন তিনি। বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হচ্ছে বীরেন সিংকে। তাঁর পরিবর্তে নতুন কাউকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে নাকি রাজ্যে রাষ্ট্রপতির সাসন জারি করা হবে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। গত ৩ মে থেকে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে চলছে সংঘর্ষ। টানা ৫৯ দিন ধরে অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। ইতিমধ্যেই জাতি হিংসার বলি হয়েছেন দেড় শতাধিক মানুষ। ঘরছাড়া হয়েছে ৬০ হাজারের বেশি পরিবার। সেনা নামিয়ে, ইন্টারনেট বন্ধ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। উল্টে জঙ্গিদের দৌরাত্ম্য বেড়েছে। কুকিদের পক্ষ থেকে একাধিকবার অশান্তির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে কাঠগড়ায় তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ারও আর্জি জানানো হয়েছে। সূত্রের খবর, গত সপ্তাহেই মণিপুরের মুখ্যমন্ত্রীকে ডেকে রাজ্যে চলা অশান্তির ঘটনা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের গৃহযুদ্ধ বন্ধ করতে না পারার জন্য তিরস্কার করেছিলেন। কিন্তু ওই তিরস্কারের পরে বেশ কয়েকদিন কেটে গেলেও ছিটেফোঁটা শান্তি ফেরেনি পাহাড়ি রাজ্যে। আর তাতেই বেজায় ক্ষুব্ধ দিল্লির শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবারই দিল্লি থেকে মণিপুরের মুখ্যমন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, শুক্রবারের মধ্যে ইস্তফা দিতে হবে তাঁকে। নাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। ওই নির্দেশের পরেই এদিন সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। দুপুর একটায় দেখা করার সময় দিয়েছেন রাজ্যপাল আনুসূয়া উইকে।