জিরিবাম জেলায় তিন অপহৃতের নৃশংস হত্যার বিচারের দাবিতে মণিপুরের রাজধানী ইম্ফলে তুমুল বিক্ষোভ। ইতিমধ্যেই মণিপুর সরকার ইম্ফলে কারফিউ জারি করেছে। ছয় জেলায় ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ। দুই মন্ত্রী এবং তিন বিধায়কের বাসভবনে বিক্ষোভকারীরা হামলা চালালে বিক্ষোভ আরও হিংসাত্মক হয়ে ওঠে। শুক্রবার রাতে বরাক নদীতে ভেসে থাকতে দেখা যায় তিনটি দেহ। এরপর শনিবার দুপুরে আরও তিনটি দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সেই দেহগুলিকে। যে ৬ জনকে কুকি জঙ্গিরা অপহরণ করেছিল, তাদের দেহই পাওয়া গেল বলে মনে করছে পুলিশ। মৃতদের মধ্যে তিন মহিলা এবং তিন শিশু রয়েছে।