খেলা

শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের ও সরবজ্যোত সিং

মঙ্গলবার অর্থাৎ প্যারিস অলিম্পিক্সের চতুর্থ দিনটি ভালোই গিয়েছে ভারতের। শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের ও সরবজ্যোত সিং। তার পরে ব্যাডমিন্টন ও হকি থেকেও এসেছে ভালো খবর। পর পর দু’ম্যাচ জিতে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। পুরুষদের বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারতের হকি দলও। মঙ্গলবার ইতিহাস গড়েছেন মনু ভাকের। তিনি ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসাবে একই অলিম্পিক্স থেকে জোড়া পদক জিতলেন। এবার অলিম্পিক্সে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন মনুই। ব্যক্তিগত ইভেন্টে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। মঙ্গলবার আবার সরবজোত সিং-কে সঙ্গে নিয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি। এদিন দক্ষিণ কোরিয়াকে ১৬-১০ হারায় ভারত।