জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বুধল গ্রামে গত ৪৫ দিনে প্রাণ হারিয়েছেন ১৬ জন। সকলেই রহস্যজনকভাবে মারা গিয়েছেন বলে খবর। লাগাতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভূস্বর্গের এই গ্রামে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার তদন্তে নেমেছে কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের বুধল গ্রামে গত কয়েক সপ্তাহ ধরে বহু মানুষের শরীরে আচমকা জ্বর, বমি বমি ভাব, গায়ে ব্যথা এবং জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা যায়। তাঁদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে চিকিৎসকরা এখনও মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করতে পারেননি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদের শরীর থেকে সংগৃহীত নমুনাগুলি পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, কোনও ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে মৃত্যু হয়নি। তবে মৃত্যুর নেপথ্যে থাকা কারণ এখনও স্পষ্ট নয়, যা নিয়ে ধোঁয়াশা অব্যাহত রয়েছে।