ফের ট্রেন বাতিলের কারণে ভোগান্তির শিকার হবেন যাত্রীরা। এবার ট্রেন বাতিলের ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল । সম্প্রতি এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে, আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত বাতিল করা হয়েছে লোকাল, ইউএমইউ, মেমু সহ বহু দূরপাল্লার ট্রেন। সাঁতরাগাছি স্টেশনে কাজের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। ৩ মে ও ৫ মে 38402 পাঁশকুড়া-হাওড়া EMU সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে। 38905/38908 হাওড়া-আমতা-হাওড়া EMU সাঁতরাগাছি থেকে ছাড়বে, ফিরবে সাঁতরাগাছিতেই। ১১ ও ১৭ মে আদ্রা-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-আদ্রা এক্সপ্রেস ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, হাওড়া ভদ্রক এক্সপ্রেস-এর যাত্রাপথ খড়গপুর অবধি। ১১ মে আমতা-হাওড়া, খড়গপুর-হাওড়া, হলদিয়া-হাওড়া, পাঁশকুড়া-হাওড়া, হাওড়া-মেদিনীপুর, মেচেদা-হাওড়ার মতো একাধিক লোকাল ট্রেনে ছাড়বে সাঁতরাগাছি থেকে। ফিরবেও সাঁতারগাছি অবধি। একই ভাবে ১৭ মে আমতা-হাওড়া আপ-ডাউন একাধিক লোকাল সাঁতরাগাছি থেকে ছাড়বে, ফিরবে সাঁতরাগাছিতে। অন্য দিকে ২ মে থেকে ১৮ মে পর্যন্ত দফায় দফায় বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। তালিকায় আছে পুরী-শালিমার উইকলি স্পেশাল, সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস, হাওড়া-ঘাটশিলা-হাওড়া মেমু, হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস, পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস।
বাতিল ট্রেনের তালিকা
- 22404 সম্বলপুর-শালিমার এক্সপ্রেস 2 মে বাতিল থাকবে ৷
- 3 মে বাতিল থাকবে 22403 শালিমার-সম্বলপুর এক্সপ্রেস ৷
- 3 মে ও 17 মে বাতিল থাকবে 18049 শালিমার-বাদামপাহাড় এক্সপ্রেস ৷
- 4 মে ও 18 মে বাতিল থাকবে 18050 বাদামপাহাড়-শালিমার এক্সপ্রেস ৷
- 4 মে ও 18 মে বাতিল থাকবে 18051/18052 বাদামপাহাড়-রাউরকেল্লা এক্সপ্রেস ৷
- 4 মে বাতিল থাকবে 12888 পুরী-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস ৷
- 5 মে বাতিল থাকবে 12887 শালিমার-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস ৷
- 5 মে, 17 মে ও 18 মে বাতিল থাকবে 12883/12884 সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস ৷
- 08508 বিশাখাপত্তনম-শালিমার স্পেশাল বাতিল থাকবে 6 মে ৷
- 08507 শালিমার-বিশাখাপত্তনম স্পেশাল বাতিল থাকবে 7 মে ৷
- 22836 পুরী-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস বাতিল থাকবে 6 মে ৷
- 22835 শালিমার-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস বাতিল থাকবে 7 মে ৷
- 20832 সম্বলপুর-শালিমার মহানন্দা এক্সপ্রেস বাতিল থাকবে 6 মে ৷
- 20831 শালিমার-সম্বলপুর মহানন্দা এক্সপ্রেস বাতিল খথাকবে 7 মে ৷
- 12277/12278 হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস বাতিল থাকবে 11 মে ৷
- 20971 উদয়পুর সিটি-শালিমার এক্সপ্রেস বাতিল থাকবে 11 মে ৷
- 20972 শালিমার-উদয়পুর সিটি এক্সপ্রেস বাতিল থাকবে 11 মে ৷
- 12949 পরবন্দর-সাঁতরাগাছি কবিগুরু এক্সপ্রেস বাতিল থাকবে 9 মে ৷
- 12950 সাঁতরাগাছি-পরবন্দর কবিগুরু এক্সপ্রেস বাতিল থাকবে 11 মে ৷
- 18033/18034 হাওড়া-ঘাটশিলা-হাওড়া মেমু বাতিল থাকবে 11 মে ৷
- 3297 হাওড়া-দীঘা কান্দারি এক্সপ্রেস বাতিল থাকবে 11 মে ৷
- 12858 দীঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস বাতিল থাকবে 11 মে ৷
- 06081 তিরুবনন্তপুরম নর্থ-শালিমার স্পেশাল বাতিল থাকবে 9 মে ৷
- 06082 শালিমার-তিরুবনন্তপুরম নর্থ স্পেশাল বাতিল থাকবে 12 মে ৷
- 18011/18012 হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস বাতিল থাকবে 10 মে ও 17 মে ৷
- 18013/18014 হাওড়া-বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস বাতিল থাকবে 10 মে ও 17 মে ৷
- 18615/18616 হাওড়া-হাটিয়া-হাওড়া ক্রিয়া যোগা এক্সপ্রেস বাতিল থাকবে 11 মে ও 17 মে ৷
- 12837/12838 হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস বাতিল থাকবে 11 মে ও 17 মে ৷
- 18005/18006 হাওড়া-জগদলপুর-হাওড়া এক্সপ্রেস বাতিল থাকবে 10 মে ৷
- 07221/07222 সেকেন্দ্রাবাদ-সাঁতরাগাছি স্পেশাল বাতিল থাকবে 10 মে ও 15 মে ৷
- 22862 কান্টাবানঝি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস বাতিল থাকবে 17 মে ৷
- 22861 হাওড়া-কান্টাবানঝি ইস্পাত এক্সপ্রেস বাতিল থাকবে 18 মে ৷
- 12833 আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস বাতিল থাকবে 16 মে ৷
- 12834 হাওড়া-আহমেদাবাদ এক্সপ্রেস বাতিল থাকবে 17 মে ৷
- 12840 এমজিআর চেন্নাই সেন্ট্রাল-হাওড়া মেল বাতিল থাকবে 16 মে ৷
- 12839 হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল বাতিল থাকবে 17 মে ৷
- 02847/02848 সাঁতরাগাছি-দিঘা-সাঁতরাগাছি স্পেশাল বাতিল থাকবে 17 মে ৷
- 12822 পুরী-শালিমার ঢৌলি এক্সপ্রেস বাতিল থাকবে 17 মে ৷
- 12821 শালিমার-পুরী ঢৌলি এক্সপ্রেস বাতিল থাকবে 18 মে ৷
- 12885/12886 শালিমার-বোঝুদিহ-শালিমার অরন্যক এক্সপ্রেস বাতিল থাকবে 19 মে ৷
- 12021/12022 হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস বাতিল থাকবে 17 মে ও 18 মে ৷
- 22987/22989 হাওড়া-দিঘা-হাওড়া কান্দারি এক্সপ্রেস বাতিল থাকবে 17 মে ৷
- 12857/12858 হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস বাতিল থাকবে 18 মে ৷
সংক্ষিপ্ত যাত্রাপথের ট্রেনের তালিকা
শালিমার ও খড়গপুর বিভাগের সাঁতরাগাছি স্টেশনে ইয়ার্ড পুনর্নির্মাণ কাজের কারণে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে । সেই সমস্ত ট্রেনগুলি হল :
- 38402 পাঁশকুড়া-হাওড়া ইএমইউ 3 মে ও 7 মে সাঁতরাগাছি পর্যন্ত চলবে ৷
- 11 মে সাঁতরাগাছি পর্যন্ত চলবে 38905/38908 হাওড়া-আমতা-হাওড়া ইএমইউ ৷
- 11 মে খড়গপুর পর্যন্ত চলবে 18004 আদ্রা-হাওড়া এক্সপ্রেস ৷
- 17 মে খড়গপুর পর্যন্ত চলবে 18003 হাওড়া-আদ্রা এক্সপ্রেস ৷
- 11 মে ও 17 মে খড়গপুর পর্যন্ত চলবে 18044 ভদ্রক-হাওড়া এক্সপ্রেস ৷
- 11 মে ও 17 মে খড়গপুর পর্যন্ত চলবে 18043 হাওড়া-ভদ্রক এক্সপ্রেস ৷
- 11 মে সাঁতরাগাছি পর্যন্ত চলবে 38906 আমতা-হাওড়া ইএমইউ ৷
- 17 মে সাঁতরাগাছি পর্যন্ত চলবে 38907 হাওড়া-আমতা ইএমইউ ৷
- 11 মে সাঁতরাগাছি পর্যন্ত চলবে 38908 আমতা-হাওড়া ইএমইউ ৷
- 11 মে সাঁতরাগাছি পর্যন্ত চলবে 38909 হাওড়া-আমতা ইএমইউ ৷
- 17 মে সাঁতরাগাছি পর্যন্ত চলবে 38918 আমতা-হাওড়া ইএমইউ ৷
- 17 মে সাঁতরাগাছি পর্যন্ত চলবে 38917 হাওড়া-আমতা ইএমইউ ৷
- 17 মে সাঁতরাগাছি পর্যন্ত চলবে 38920 আমতা-হাওড়া ইএমইউ ৷
- 17 মে সাঁতরাগাছি পর্যন্ত চলবে 38919 হাওড়া-আমতা ইএমইউ ৷
দুর্ভোগ এড়াতে রেল কর্তৃপক্ষ যাত্রীদের আগে থেকে ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে । উন্নয়নমূলক কাজ চলাকালীন বিকল্প রুট ও অন্যান্য ট্রেনের ব্যবস্থা সম্পর্কে খোঁজ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে । রেল সূত্রের খবর, বিলাসপুর রেল ডিভিশনের এই পরিকাঠামো উন্নয়ন কাজ রেল পরিষেবার মানোন্নয়ন ও ভবিষ্যতে আরও নির্বিঘ্ন যাত্রার জন্য অত্যন্ত প্রয়োজন ৷