দেশ

রাজধানীতে বাজার, শপিং মল খুলবে জোড়-বিজোড় পদ্ধতিতে, জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী

দূষণ বাড়ায় রাস্তায় গাড়ি চলাচলে জোড়-বিজোড় নীতি নিয়েছিল দিল্লি সরকার। ধাপে ধাপে লকডাউন তুলতেও সেই একই কায়দা ব্যবহৃত হবে বলে খবর। আজ, শনিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানালেন, বাজার, শপিং জোড়-বিজোড় পদ্ধতিতে। যদিও বাজার বা শপিং মলের বাইরের আলাদা দোকানগুলোকে রোজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। ই-কমার্স সংস্থাগুলিতে থেকে অনলাইন ডেলিভারিতেও দেওয়া হয়েছে সবুজ সংকেত।  আবার চালু হচ্ছে মেট্রো, তবে ৫০ শতাংশ আসনে বসার ব্যবস্থা থাকবে। সোমবার থেকে খোলা যাবে বেসরকারি অফিস, সেখানে প্রতিদিন ৫০ শতাংশ কর্মীর উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। কাজের সময়ও নিয়ন্ত্রিত রাখা হবে৷ ওয়র্ক ফ্রম পদ্ধতির সুবিধা থাকলে তা বুদ্ধি করে ব্যবহার করতে অনুরোধ করলেন কেজরিওয়াল। অতিমারীর তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে শিশুদের সুরক্ষার্থে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠনের কথা জানালেন কেজরি। বললেন টাস্ক ফোর্স গড়ার কথাও। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, করোনা পরিস্থিতির যত উন্নতি হবে, তত ছাড় দেওয়া হবে। আপাতত এই অবধিই করা সম্ভব।