দেশ

৫ বছরের কম বয়সিদের মাস্ক জরুরি নয়, নয়া নির্দেশিকা কেন্দ্রের

৫ বছরের কম বয়সিদের মাস্ক বাধ্যতামূলক নয়, নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। এমনকি ১৮ বছরের কমবয়সিদের কোভিড চিকিৎসায় রেমডেসিভির ব্যবহার না করার নির্দেশিকা জারি করা হয়েছে। আবার করোনায় আক্রান্ত উপসর্গহীন শিশুদের প্র‌য়োজন ছাড়া বাড়িতেই চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি উপসর্গ না থাকলে শিশুদের ওষুধ দেওয়ারও প্রয়োজন নেই। শুধু জ্বর থাকলে ৪–৬ ঘণ্টার ব্যবধানে প্যারাসিটামল দেওয়ার কথা বলা হয়েছে। আর সংক্রমিত শিশুদের অক্সিজেনের পরিমাণ ৯৪ শতাংশের নীচে নামলে তবেই হাসপাতালে ভর্তি করার কথা বলা হয়েছে। পরিস্থিতি আশঙ্কাজনক হলে তবেই  অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ ব্যবহারের কথা বলেছে কেন্দ্র। গুরুতর অসুস্থ শিশুদের শরীরে অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোমের সমস্যা দেখা দিলে ভেন্টিলেশন শুরু করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। খুব দরকার না হলে স্টেরয়েডের ব্যবহার না করার কথাই বলা হয়েছে। আর একান্তই স্টেরয়েড দিতে হলেও ধীরে ধীরে কমাতে হবে ডোজ। শিশুদের মাস্ক না পরার কারণ হিসেবে বলা হয়েছে, বেশি ক্ষণ মাস্ক পরে থাকলে শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্য ৬–১১ বছর বয়সিদের মাস্ক পরার কথা বলা হয়েছে।