এদিন দুপুরে উত্তর দিল্লির আলিপুর এলাকায় একটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের তীব্রতা এতটাই যে, গুদামের ছাদ, দেওয়াল ধসে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। দীর্ঘক্ষণ ধরে চলে আগুন নেভানোর কাজ। প্রাথমিকভাবে হতাহতের কোনও খবর নেই। তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ৩ টে ১০ মিনিট নাগাদ আলিপুর এলাকায় রাসায়নিকের একটি গুদাম থেকে আগুন বেরোতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে গুদামের ভি়তর থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখেন। তারপর তাঁরাই দমকলে খবর দেন। আগুনের তীব্রতা প্রচণ্ড থাকায় পরপর দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। সন্ধ্যা ৬টায় পাওয়া খবর পর্যন্ত, আগুন নেভানোর কাজ চলছে।